
মঙ্গলবার ০৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: রাজ্যের অন্য পাঁচ বিধানসভার সঙ্গে বুধবার হাড়োয়া বিধানসভায় উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে। সকাল থেকে হাড়োয়ার বিভিন্ন বুথে ঘুরে দেখা গেল, বিজেপির পোলিং এজেন্টই নেই। যদিও পদ্ম শিবিরের অভিযোগ, তৃণমূলের হুমকির ভয়ে তাদের বোলিং এজেন্টরা বুথে বসতে পারেননি। অভিযোগ অস্বীকার করে তৃণমূল নেতৃত্বের জবাব, আমরা কি ওদের এজেন্ট দিয়ে দেব?
২০২১ সালের বিধানসভা নির্বাচনে হাড়োয়া থেকে তৃণমূলের হাজি নুরুল ইসলাম প্রায় ৮১ হাজার ভোটে জয়লাভ করেছিলেন। কিন্তু সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনে দল তাঁকে বসিরহাট লোকসভা কেন্দ্রে প্রার্থী করে। তিনি বিজেপি প্রার্থী রেখা পাত্রকে ৩ লক্ষ ৩৩ হাজার ভোটে হারিয়ে সংসদ নির্বাচিত হয়েছেন। সংসদীয় রীতি মেনে সাংসদ হিসেবে শপথগ্রহণের আগে বিধায়ক পদ থেকে তিনি ইস্তফা দিয়েছেন। তাঁর ফেলে যাওয়া হাড়োয়া বিধানসভা কেন্দ্রে তাই উপনির্বাচন হচ্ছে। প্রার্থী হয়েছেন হাজি নুরুলের ছেলে শেখ রবিউল ইসলাম। তাঁর সঙ্গে লড়াই হচ্ছে আইএসএফ, বিজেপি ও কংগ্রেস প্রার্থীর। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, হাড়োয়ায় মূল লড়াই আবর্তিত হচ্ছে তৃণমূল বনাম আইএসএফের মধ্যে। অবশ্য বিজেপি প্রার্থী বিমল দাসও লড়াইয়ে রয়েছেন। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, হাড়োয়া বিধানসভা কেন্দ্রের মোট ভোটার দু'লক্ষ ৬৯ হাজার ১০৩ জন। মোট বুথ ২৭৯টি। ভোট পরিচালনার জন্য ১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। সঙ্গে আরও তিন কোম্পানি বাহিনী রিজার্ভে রাখা হয়েছে। ভোটের আগে থেকেই প্রত্যেক বুথের সামনে কেন্দ্রীয় বাহিনী জওয়ানদের টহলদারি চলছে।
কিন্তু বুধবার সকালে হাড়োয়ার আমিনপুর, শাসন, ফলতি বেলিয়াঘাটা, চাঁপাতলা ও খাসবালন্দা-সহ বিভিন্ন গ্রামের ভোটগ্রহণ কেন্দ্র ঘুরে দেখা গেল, অধিকাংশ বুথে বিজেপি প্রার্থীর কোনও পোলিং এজেন্টই নেই। বুথের বাইরে নেই পোলিং টেন্টও। ভোট প্রচারের সময় থেকে হাড়োয়ায় বিজেপি জয়ের দাবি করেছে। কিন্তু বুথে কেন পোলিং এজেন্ট দিতে পারলেন না সে ব্যাপারে বিজেপি প্রার্থী বিমল দাসের অভিযোগ, 'মঙ্গলবার রাত থেকে পাড়ায় পাড়ায় তৃণমূলের দুষ্কৃতীরা আমাদের দলের পোলিং এজেন্টদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিয়ে এসেছে। তাই আমাদের পোলিং এজেন্টরা অনেকেই বুথে বসতে পারেননি।'
যদিও তৃণমূল প্রার্থী শেখ রবিউল ইসলামের পাল্টা জবাব, 'হাড়োয়ার মানুষ তৃণমূলের সঙ্গে রয়েছে। উন্নয়নের সঙ্গে রয়েছে। আমাদের দলের কেউ কোনও বিরোধী দলের পোলিং এজেন্টকে হুমকি দেয়নি। যদি নির্দিষ্ট অভিযোগ থাকে, বিজেপি তাহলে নির্বাচন কমিশনকে সেটা জানাক। নাকি আমরা ওদের এজেন্ট দিয়ে দেব? আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। মানুষের ভালোবাসায় আমরা এগিয়ে যাব।'
চিকিৎসা শুরু হতেই ভবঘুরে মহিলার ফিরল স্মৃতিশক্তি, দাদার বাড়ি ফিরে গেল সে
একা বা অসাবধান অবস্থায় সীমান্তে যাবেন না, কৃষকদের সতর্ক করল পুলিশ
বক্সা ব্যাঘ্র প্রকল্পের হরিণ শিকার করে সেই মাংস দিয়ে বনভোজন, গ্রেপ্তার তিন অভিযুক্ত
ঠিক যেন সিনেমা, মৃত প্রেমিকাকে বিয়ে যুবকের! স্থবির দেহেই হল সিঁদুরদান-মালাবদল
দীর্ঘ ৪৮ বছর এই ব্যাঙ্কের ক্ষমতা ধরে রেখেছিল এসইউসিআই, এবার হল পালাবদল
মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফর শুরুর আগে বহরমপুর ব্যারাক স্কোয়ার মাঠে বসানো হলো সেনাবাহিনীর অত্যাধুনিক ট্যাঙ্ক
মাধ্যমিক শুরুর আগে পিতৃহারা, ৬৩৭ নম্বর পেয়েও বিজ্ঞান নিয়ে পড়তে অর্থনৈতিক বাধার সম্মুখীন হাওড়ার স্নেহা
১৯৮০ সালে টুরিস্ট ভিসায় পাকিস্তান থেকে ভারতে, ৪৫ বছর ধরে ভোট দিচ্ছেন চন্দননগরের ফতেমা বিবি
ভারতে আটক পাক রেঞ্জার, তবে কি এবার মুক্তি মিলবে? আশার আলো দেখছেন পূর্ণমের স্ত্রী
ভয়াবহ দুর্ঘটনা, আর তাতেই প্রকাশ্যে এল গরু পাচারের নয়া রুট! লালবাগ-সাহাপুর ঘাটে চাঞ্চল্য
সামশেরগঞ্জের ক্ষতিগ্রস্ত পরিবারদের পাশে দাঁড়ালেন পুলিশকর্তারা, সাসপেন্ড দুই পুলিশ আধিকারিক
তুফানগঞ্জে দিনেদুপুরে অপহরণ, ৬ লক্ষ টাকা সহ এক ব্যক্তিকে নিয়ে চম্পট দুষ্কৃতীদের
টুরিস্ট ভিসায় এসে আর ফেরা হল না, চন্দননগরে গ্রেপ্তার পাকিস্তানি নাগরিক
মাধ্যমিকে ভাল ফল বক্সিরহাটের রাজমিস্ত্রী পরিবারের বিকাশের, উচ্চ মাধ্যমিকে আর্থিক সহায়তা চায় তার পরিবার
দুষ্প্রাপ্য ব্রুনাই কিং আম পান্ডুয়ায়! শিক্ষকের ফলের বাগান দেখলে চোখ ধাঁধিয়ে যাবে